যোগী রাজ্যে বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আট বছরের সন্তান-সহ আত্মঘাতী দম্পতি

Must read

প্রতিবেদন: যোগী আদিত্যনাথ সগর্বে দাবি করেন তাঁর রাজ্যে বিপুল উন্নয়ন ও কর্মসংস্থান হয়েছে। কাজের কোনও অভাব নেই। কিন্তু যোগীর সেই বিকাশের বেলুনকে মুহূর্তে চুপসে দিলেন সোনু শর্মা। বেকারত্বের দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত আট বছরের শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে আত্মঘাতী হলেন সোনু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আগ্রায় (Agra Uttar Pradesh)। পুলিশ তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, আগ্রার (Agra Uttar Pradesh) সিকান্দ্রার ১০ নম্বর সেক্টরে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য তৈরি আবাসনে স্ত্রী গীতা শর্মা , ছেলে শ্যাম ও মেয়ে সৃষ্টিকে নিয়ে থাকতেন ৩৮ বছর বয়সি সোনু শর্মা। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার পর গোটা পরিবার ঘুমোতে চলে যায়। বুধবার সকালে ঘুম ভাঙার পর ঘরের মধ্যেই বাবা, মা ও বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় শ্যাম। চি‍ৎকার করে পাশে থাকা পিসিকে মর্মান্তিক ঘটনার কথা জানায়। খবর পেয়ে পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধার হয় তিন জনের ঝুলন্ত দেহ।

আরও পড়ুন: অমরনাথ যাত্রীদের ভিড়ের উপর আচমকাই নামল হেলিকপ্টার, আতঙ্কে পুণ্যার্থীরা

আগ্রার সিনিয়র পুলিশ সুপার প্রভাকর চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃত সোনু শর্মার ঘর থেকে একটি সুইসাইড নোট মিলেছে। ওই সুইসাইড নোট থেকে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বেকার ছিলেন সোনু শর্মা। চাকরি না থাকার কারণে প্রবল আর্থিক টানাটানি চলছিল। বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতেই সোনু স্ত্রী গীতা ও আট বছরের কন্যা- সহ আত্মঘাতী হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আত্মীয়স্বজন ও পড়শিদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Latest article