সংবাদদাতা, রায়গঞ্জ ও মালদহ: ‘‘এবার একুশে (Martyr’s Day) আমরাই ভাঙব আমাদের রেকর্ড।’’ রায়গঞ্জের সাংগঠনিক সভার মঞ্চে দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বুধবার মেঘাচ্ছন্ন আাবহাওয়াকে উপেক্ষা করে তখন হাজার মানুষের ঢল নেমেছে মাঠে। মন্ত্রীর (Martyr’s Day- Firhad Hakim) কথায় হাত তুলে সমর্থন জানালেন রায়গঞ্জের (Raygunj) বাসিন্দারা। মন্ত্রী বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সকলেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। যাঁরা দলকে ভালবাসেন, তাঁরা আমি আমি করেন না। বলেন আমরা।” তাঁর পাশে ছিলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। মন্ত্রী বলেন, ‘‘জেলার প্রত্যেক নেতাকর্মী জেলা সভাপতি কানহাইয়ালাল আগারওয়ালের নির্দেশেই কাজ করবেন।” সভায় ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কবিতা বর্মন, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং উপ প্রশাসক অরিন্দম সরকার। মন্ত্রীর হাত থেকেই এদিন জেলা বিজেপির শীর্ষ নেতা বিশিষ্ট আইনজীবী গোপাল মজুমদার-সহ বহু বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রায়গঞ্জ, ইটাহারের সভার পর মন্ত্রী ফিরহাদ হাকিম পৌঁছান মালদহে। এখানেও ২১শে জুলাইয়ে যোগদানে বিপুল সাড়া পান মানুষের কাছে। সভায় বিজেপিকে একহাত নিয়ে মন্ত্রী বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের দরজা এখনও বন্ধ আছে। দরজা খুলে দিলে পদ্মশিবির সবাই দলে দলে যোগদান করবে।’’
আরও পড়ুন: কৃষকবন্ধু প্রকল্পে উপকৃত ৫ লক্ষ চাষি , বৃষ্টিতে ফসল নষ্ট হলে শস্যবিমায় ক্ষতিপূরণ