লন্ডন, ৬ জুলাই : চার ঘণ্টার রুদ্ধশ্বাস টেনিস-যুদ্ধ। আর তাতে বাজিমাত রাফায়েল নাদালের (Spanish Tennis Player Rafael Nadal)। পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ের পর আমেরিকার টেলর ফ্রিৎজকে ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬ (১০/৪) ব্যবধানে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন স্প্যানিশ তারকা। ২৩ নম্বর গ্র্যান্ড স্ল্যাম ট্রফি থেকে আর মাত্র দু’টি জয়ের দূরত্বে দাঁড়িয়ে রাফা।
আরও পড়ুন: উমরান আমাদের পরিকল্পনায় আছে : রোহিত
ফ্রিৎজের কাছে এ বছর ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে হেরে গিয়েছিলেন নাদাল (Spanish Tennis Player Rafael Nadal)। তাই বুধবারের ম্যাচটা তাঁর কাছে ছিল বদলার মঞ্চ। সুযোগ হাতছাড়া করেননি নাদাল। দু-দু’বার পিছিয়ে পড়েও যে ভাবে ম্যাচ বের করলেন, তা সত্যিই তারিফযোগ্য। তবে হেরে গেলেও স্প্যানিশ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে পাল্লা দিয়ে লড়লেন ফ্রিৎজ। কিন্তু দিনটা যে ছিল নাদালের।