উমরান আমাদের পরিকল্পনায় আছে : রোহিত

Must read

সাউদাম্পটন: উমরান মালিককে নিয়ে প্রচুর প্রশংসাসূচক বাক্য আসছে। এবার তালিকায় যুক্ত হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Cricketer Rohit Sharma)। দেখা যাচ্ছে তিনিও অনেকের মতো জম্মু-কাশ্মীরের ফাস্ট বোলারকে নিয়ে উচ্ছ্বাসিত। রোহিত বলেছেন, ‘‘উমরান আমাদের পরিকল্পনায় আছে। এখন ওকে এটাই বোঝাতে চাইছি যে, দল ওর কাছে কি চায়। আমরা কয়েকজন নতুন মুখ নিয়ে চেষ্টা করছি। তার মধ্যে উমরানও আছে। এখন দেখতে হবে ওর ভারতীয় দলকে দেওয়ার মতো কি আছে।’’ এরই সঙ্গে রোহিত (Cricketer Rohit Sharma) আরও বলেছেন, উমরান যে খুবই প্রতিভাবান, তাতে তাঁদের কোনও সন্দেহ নেই। তারা সবাই আইপিএলে উমরানকে দেখেছে। ‘‘তবে ওকে নতুন বল দেব নাকি বল একটু পুরোনো হয়ে এলে তখন দেব, সেটা দেখতে হবে। আইপিএল আর জাতীয় দল এক জিনিস নয়।’’ আরও বলেছেন রোহিত।

আরও পড়ুন: প্রথম দশে নেই বিরাট, সাত বছরে এই প্রথম

বৃহস্পতিবার সাউদাম্পটনে প্রথম টি-২০ ম্যাচ। তার আগে কোভিড-মুক্ত হয়ে দলে যোগ দিয়েছেন ভারত অধিনায়ক। বিদেশের মাটিতে এই প্রথমবার তিনি ভারতের নেতৃত্ব দেবেন। এদিন সাংবাদিকদের রোহিত বলেছেন, ‘‘কোভিড হওয়ার পর ৮-৯ দিন কেটে গিয়েছে। তখন বুঝতে পারিনি কি করব। কিন্তু এখন সব কিছু ঠিক আছে। তিন দিন হল ট্রেনিং শুরু করেছি। প্রথম ম্যাচেও খেলব।’’ এরপর তিনি আরও বলেছেন, ‘‘মাঠের বাইরে বসে খেলা দেখা খুব কষ্টকর। ম্যাচ মিস করলে এমন অভিজ্ঞতা হয়। যেটা আমার অন্তত ভাল লাগেনি। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করায় আরও খারাপ লেগেছে। আমার তেমন কোনও উপসর্গ ছিল না। প্রথম দুই-একদিন একটু অসুবিধা হয়েছে। কিন্তু টি-২০ সিরিজের আগে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, এটা আমাকে স্বস্তি দিচ্ছে। মাঠে নামার মত আনন্দ কিছুতে হয় না। ছেলেদের মাঝে ফিরতে পেরে ভাল লাগছে।’’ এরপর রোহিত আরও বলেছেন, বিশ্বকাপের আগে সব ম্যাচই ভারতের কাছে গুরুত্বপূর্ণ। এখন তাদের লক্ষ্য হল সঠিক বক্সে টিক দেওয়া। ‘‘তবে বিশ্বকাপের জন্য এই সিরিজকে গুরুত্ব দেব না এমন নয়। দলে অনেক নতুন মুখ রয়েছে। ওদের পারফরম্যান্সের ওপর নজর থাকবে। ইংল্যান্ড বেশ চ্যালেঞ্জিং দল। আগে টি-২০ সিরিজের দিকে তাকাব। তারপরই একদিনের সিরিজ।’’

Latest article