সংবাদদাতা, বালুরঘাট : ক্ষতিকারক রাসায়নিক সার ও রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে অভিনব উদ্যোগ কৃষি দফতরের। প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে কীটনাশক। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ৪ নং বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের ফুলঘরা ও পার্বতীপুর ২টি গ্রামকে জৈব গ্রাম গড়ে তোলার উদ্দেশ্যে কৃষি দফতরের উদ্যোগে কৃষকদের প্রশিক্ষণ চলছে বর্তমানে জোরকদমে। ৩০ একর জমির জন্য ওই দুটি গ্রামের ৪০ জন কৃষককে নিয়ে চলছে এই কর্মকাণ্ড।
আরও পড়ুন-অভিনব উপায়ে চাষ কৃষকদের প্রশিক্ষণ
জানা গিয়েছে, এই প্রশিক্ষণে কৃষকদের হাতেকলমে জৈব সার তৈরির পাশাপাশি জৈব কীটনাশক তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই জৈব কীটনাশক তৈরি করা হচ্ছে গ্রামে সহজেই উপলব্ধ গোমূত্র, নিম পাতা, বন কাঁঠাল, পেয়ারা পাতা প্রভৃতি দিয়ে। প্রথমে উপকরণগুলিকে কুচি কুচি করে কেটে থেতো করে রস বের করা হয়। তারপর সেটি সেদ্ধ করে গাছে স্প্রে করার কীটনাশক প্রস্তুত করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বালুরঘাট ব্লকের সহ কৃষি অধিকর্তা তনয় সাহা জানিয়েছেন, সমস্ত ফসলেই এই জৈব কীটনাশকগুলি কাজ করবে।