অভিনব উপায়ে চাষ কৃষকদের প্রশিক্ষণ

বৃহস্পতিবার দুপুরে তেলিপাড়া গ্রামে কৃষি দফতর এই প্রকল্পের কাজের শুভসূচনা করে। গ্রামের কৃষকদের নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : জৈব সারে বাজিমাত। বাড়ছে ফলন। এবার জৈব গ্রামের লক্ষ্যে আলিপুরদুয়ারের তেলিপাড়া। এই মর্মে আগামী ১০ সপ্তাহ কৃষকদের প্রশিক্ষণ দেবে কৃষি দফতর। বৃহস্পতিবার দুপুরে তেলিপাড়া গ্রামে কৃষি দফতর এই প্রকল্পের কাজের শুভসূচনা করে। গ্রামের কৃষকদের নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-রাজ্যের সহযোগিতায় হবে উন্নয়নের কাজ

সেখানে জৈব চাষের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষি দফতরের অধিকারিকরা। গ্রামের কৃষিজীবী মানুষদের জৈব চাষের প্রতি আকৃষ্ট করতে একটি শোভাযাত্রাও বের করা হয়। জৈব চাষের জন্য এই গ্রামে চল্লিশটি পাকা ও চল্লিশটি কাঁচা ভার্মি কম্পোস্ট পিট তৈরি করবে কৃষি দফতর। কৃষকদের হাতে নিম তেল-সহ জৈব সার তুলে দেওয়া হয় কৃষি দফতরের তরফ থেকে। কুমারগ্রাম ব্লকের সহ কৃষি অধিকর্তা রাজীব পোদ্দার বলেন, ‘‘আমরা তেলিপাড়া গ্রামকে জৈব চাষের গ্রাম হিসেবে গড়ে তুলব। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।’’

Latest article