সংবাদদাতা, হাওড়া : হেরিটেজ কাঠামো বজায় রেখেই সংস্কারের পর সোমবার ১১ জুলাই থেকে ফের চালু হচ্ছে হাওড়ার গর্ব টাউন হল। হাওড়া কর্পোরেশন বিল্ডিংয়ের মধ্যেই শহরের ঐতিহ্যবাহী শতাব্দীপ্রাচীন এই হলের উদ্বোধন করবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত থাকবেন সমবায় মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী মনোজ তেওয়ারি-সহ হাওড়া শহরের সমস্ত বিধায়ক, সাংসদ-সহ বিশিষ্ট জনেরা। উদ্বোধনের পরে এই টাউন হলেই হবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন-অঙ্গদানে ফের নজির
টাউন হলের ঐতিহ্যের সঙ্গে সাজুয্য রেখে তবলা ও সরোদ পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা। এই উপলক্ষে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে হাওড়া কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে এই টাউন হলটি সংস্কার করা হয়েছে। সংস্কারের সময় টাউন হলের হেরিটেজ কাঠামোটা পুরোপুরি অটুট রাখা হয়েছে। আগে যেমন কাঠের ফ্লোর, দেওয়ালে ব্যালকনি ছিল সবই তেমন থাকছে। এর সঙ্গে টাউন হলের ভেতরটি পুরোপুরি শীততাপ-নিয়ন্ত্রিত করা হচ্ছে। আগামী দিনে এই টাউন হলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনও অনুষ্ঠান বা সভার জন্য অনুমতি নিয়ে ভাবছি।