অঙ্গদানে ফের নজির

একটি কিডনি পৌঁছে যায় এসএসকেএম হাসপাতালে। প্রতিস্থাপনের জন্য হৃদযন্ত্র পৌঁছে দেওয়া হয় মুকুন্দপুরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে।

Must read

প্রতিবেদন : আবারও অঙ্গদানের দৃষ্টান্ত মহানগরী কলকাতায়। ব্রেনডেথ হওয়া এক ব্যক্তির বিভিন্ন অঙ্গে বাঁচার দিশা খুঁজে পেল ৫টি জীবন। গ্রিন করিডর ধরে অপারেশন থিয়েটারে পৌঁছে গেল মৃত ব্যক্তির হৃদযন্ত্র, দু’টি কিডনি, লিভার এবং কর্নিয়া। দিন তিনেক আগে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বারাকপুরের ৪৯ বছরের এক অসুস্থ ব্যক্তি।

আরও পড়ুন-নষ্ট হল ভ্যাকসিন

বৃহস্পতিবারই ব্রেন ডেথ হয় তাঁর। পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন, অঙ্গদান করা হবে তাঁর। সেই অনুযায়ী বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শুরু হয় অঙ্গ সংগ্রহ। একটি কিডনি পৌঁছে যায় এসএসকেএম হাসপাতালে। প্রতিস্থাপনের জন্য হৃদযন্ত্র পৌঁছে দেওয়া হয় মুকুন্দপুরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে।

Latest article