প্রতিবেদন : বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন বরিস জনসন। এই মুহূর্তে ব্রিটেনের রাজনীতিতে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে সেটা হল, পরবর্তী প্রধানমন্ত্রী কে? অনেকেই বলছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। কিন্তু সে দেশে করা এক সমীক্ষা থেকে জানা গিয়েছে এই মুহূর্তে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবার আগে আছেন প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস। দেশের ১৩ শতাংশ মানুষ তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।
আরও পড়ুন-দেউচায় তিনশো পুলিশে চাকরি
১২ শতাংশ মানুষের সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রতিমন্ত্রী পেনি মর্ডান্ট। প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা ঋষি পেয়েছেন ১০ শতাংশ মানুষের সমর্থন। সেদেশে বুকিরাও বেশিরভাগই ওয়ালেসের পক্ষে বাজি ধরেছেন। বুকিদের বিচারে দ্বিতীয় স্থানে আছেন ঋষি। তবে সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকা থেকে অনেকটাই দূরে পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ। তিনি মাত্র ৪ শতাংশ ভোট পেয়েছেন। এরই মধ্যে জানা গিয়েছে, জুলাই মাসের শেষ দিকে বরিসের বিয়ের একটি বড়সড় পার্টি দেওয়ার কথা। কিন্তু প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সেই পার্টির কী হবে তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। করোনাজনিত কারণে গত বছর বিয়ের বড় মাপের কোনও পার্টি দিতে পারেননি বরিস। সে কারণেই তিনি এবার ধুমধাম করে পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু পরিস্থিতি সব কিছুই বদলে দিয়েছে।