দেউচায় তিনশো পুলিশে চাকরি

জমি দেওয়ার পর রাজ্য সরকারের প্রতিশ্রুতি মোতাবেক আপনারা চাকরি পেলেন। শুধু মনে রাখবেন, দশ লক্ষ ছেলেমেয়ের এই পরীক্ষা নেওয়ার পর এই তিনশো জন চাকরি পেত।

Must read

সংবাদদাতা, সিউড়ি : দেউচা পাঁচামি শিল্পাঞ্চলে কাজ শুরু হওয়ার আগেই তিনশো জমিদাতাদের হাতে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগপত্র তুলে দেওয়া হল সিউড়ি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এক অনুষ্ঠানের মাধ্যমে। সেখানে জমিদাতারা ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা প্রমুখ।

আরও পড়ুন-ভাঙড়ে হিমঘরের জন্য জমি কিনল রাজ্য

জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, অনেকেই আপনাদের মধ্যে শঙ্কা এনে দিয়েছিল যে চাকরি হবে না। কিন্তু আজ আপনারা চাকরির নিয়োগ পেলেন। আরও সাড়ে তিনশো-চারশো জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হবে। আপনাদের আজকে পুলিশ বিভাগে স্বাগত জানাই। রবিবার আপনারা পুলিশ ট্রেনিংয়ে যোগদান করবেন। সেখানে সাড়ে তিন-চার মাসের ট্রেনিং হবে। নবান্ন থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা চাকরি পেয়েছেন। আপনাদের চাকরি কেউ কাড়তে পারবে না। জমি দেওয়ার পর রাজ্য সরকারের প্রতিশ্রুতি মোতাবেক আপনারা চাকরি পেলেন। শুধু মনে রাখবেন, দশ লক্ষ ছেলেমেয়ের এই পরীক্ষা নেওয়ার পর এই তিনশো জন চাকরি পেত।

আরও পড়ুন-প্রতিরক্ষা করিডর গড়তে চায় রাজ্য

এদিনের সভায় জেলাশাসক থেকে সবাই রাজ্য সরকারের উন্নয়নের কথা বলেন। দেউচা পাঁচামি শিল্প হলে এক লক্ষ মানুষ বিভিন্ন ভাবে উপকৃত হবে। জেলার আর্থিক চেহারা পাল্টে যাবে।

Latest article