কোভিড আক্রান্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তিনি শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই আইসোলেশনে রয়েছেন। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। তাঁর (Amartya Sen) অসুস্থতার খবর পেয়ে দ্রুত সুস্থতার কামনা করে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
টুইটারে (Amartya Sen- CN Mamata Banerjee) মুখ্যমন্ত্রী লেখেন, “শ্রদ্ধেয় অমর্ত্য দা,
আমরা সকলেই আন্তরিক ভাবে প্রার্থনা করছি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”
শ্রদ্ধেয় অমর্ত্য দা,
আমরা সকলেই আন্তরিক ভাবে প্রার্থনা করছি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।— Mamata Banerjee (@MamataOfficial) July 9, 2022
আগামী সোমবার তাঁর ফের কোভিড পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। করোনার কারণে শান্তিনিকেতনের পৈতৃক বাড়িতেই তিনি প্রায় দু’বছর আসেননি। সূত্রের খবর, শনিবার শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল নোবেলজয়ীর। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতেন তিনি। আবার ১০ জুলাই লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কোভিড আক্রান্ত হওয়ায় সে সবই সাময়িক বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: অমরনাথে মেঘভাঙা বৃষ্টি: আটকে পড়া রাজ্যবাসীর জন্য উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, চালু হেল্পলাইন-কন্ট্রোলরুম