জুবেরকে আইনি ফাঁসে জড়াতে মরিয়া বিজেপি

Must read

নয়াদিল্লি : একটি মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) অন্তর্বর্তীকালীন জামিন পেলেও অন্য মামলায় এখনও জেলবন্দি৷ তারপরেও থামছে না প্রতিহিংসাপরায়ণ বিজেপি সরকার৷ বিজেপির নীতির সমালোচক বলে পরিচিত অল্ট নিউজের সহ–প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেরকে (Mohammed Zubair)  মামলার জালে জড়িয়ে দিতে তৎপর গেরুয়া শিবির (BJP)৷ আর সেই উদ্দেশ্যেই উত্তরপ্রদেশের সীতাপুরের মামলায় শীর্ষ আদালতে পাঁচদিনের জামিন পাওয়ার কয়েকঘণ্টার মধ্যেই লখিমপুর–খেরিতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অন্য একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে৷ গতবছর দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানোর অভিযোগ এনে সেই পুরনো ঘটনার সূত্রে লখিমপুর–খেরি আদালত ১১ জুলাই জুবেরকে হাজির হওয়ার তলব করেছে৷ জুবেরের (Mohammed Zubair- BJP) বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় এখানে মামলা দায়ের করা হয়েছিল৷ দিল্লির মামলাতেও জুবেরের বিরুদ্ধে অতিসক্রিয় পুলিশ৷ এই মামলায় এখনও জামিন পাননি তিনি৷

আরও পড়ুন: শ্রীলঙ্কায় ঘেরাও রাষ্ট্রপতি ভবন, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

যে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পরিপ্রে​ক্ষিতে দেশে–বিদেশে সংঘর্ষ ও বিক্ষোভের ঘটনা ঘটল, তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও তৎপরতা দেখায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ৷ উল্টে ‘সাসপেন্ডেড’ বিজেপি নেত্রীকে সবরকম সুরক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছে৷ সুপ্রিম কোর্টের নজিরবিহীন ভর্ৎসনার পরেও নিষ্ক্রিয় প্রশাসন৷ পরিবর্তে বিজেপি নেত্রীর ভয়ঙ্কর বিদ্বেষমূলক মন্তব্য যিনি ফাঁস করেছেন সেই জুবেরকেই রাজনৈতিক প্রতিহিংসা থেকেই একাধিক মামলায় জড়িয়ে চূড়ান্ত হয়রানির পরিকল্পনা নিয়েছে সরকার৷ একদিকে অমিত শাহের হাতে থাকা দিল্লি পুলিশ, অন্যদিকে যোগীরাজ্যে বিজেপির পুলিশ প্রতিহিংসার চিত্রনাট্য সাজাচ্ছে৷

Latest article