প্রতিবেদন : রাজ্যে করোনার চোখরাঙানি কিছুতেই কমছে না। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৬৮ জন। এ নিয়ে টানা তিনদিন তিন হাজারের গণ্ডি ছুঁইছুঁই করছে দৈনিক সংক্রমণ। রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। পাশাপাশি মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। তবে সামান্য হলেও স্বস্তি দিয়েছে সংক্রমণ হার। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার আগের দিনের চেয়ে কমে হয়েছে ১৫ দশমিক ৬৯ শতাংশ।
আরও পড়ুন-২০২৪ সালে লালকেল্লা থেকে ভাষণ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী
অ্যাকটিভ কেসের সংখ্যা ২১ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, এই ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। ১৮ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬৯ শতাংশ। নতুন করে ২ হাজার ৯৬৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লক্ষ ৪৮ হাজার ৭৪৯ জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪৩ জন। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২৩৯ জন।