আগামী ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর মহামিছিল, খুঁটিপুজো থেকে শামিলের ডাক

আন্তর্জাতিক এই স্বীকৃতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন ১ অক্টোবর দুর্গাপুজো হলেও বাংলায় পুজোর উৎসব শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে।

Must read

প্রতিবেদন : বাংলার দুর্গাপুজো স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আন্তর্জাতিক এই স্বীকৃতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন ১ অক্টোবর দুর্গাপুজো হলেও বাংলায় পুজোর উৎসব শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। ওইদিন মহানগরীর বুকে হবে বর্ণময় শোভাযাত্রা। মুখ্যমন্ত্রী নিজেও থাকবেন ওই পদযাত্রায়।

আরও পড়ুন-করোনা বাড়ছে সতর্ক রাজ্য

শনিবার কলকাতার ৩৩ নম্বর ওয়ার্ডের খুঁটিপুজো থেকে সেই ডাকই উঠল ১ সেপ্টেম্বর মহামিছিলে শামিল হওয়ার। যুগের সঙ্গে তাল মিলিয়ে খুঁটিপুজোর দিন থেকেই বিভিন্ন পুজো প্যান্ডেলে বসে তারকাদের হাট। শনিবার উল্টোরথের দিন বেলেঘাটা ৩৩ নম্বর পল্লিবাসীবৃন্দের খুঁটিপুজো অনুষ্ঠিত হল। আর এই খুঁটিপুজোতে বসেছিল চাঁদের হাট। কে উপস্থিত ছিলেন না। সাংসদ অর্জুন সিং, মন্ত্রী মনোজ তেওয়ারি, ফুটবলার আলভিটো, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, বাবুল সুপ্রিয়, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, যুব সভানেত্রী সায়নী ঘোষ, যুব তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল সহ বিশিষ্টরা। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আনন্দেরও যে একটা লড়াই হতে পারে সেটা আমাদের এই দুর্গাপুজো।

Latest article