সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া: অভাবী ও মেধাবী ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনা পয়সায় ডাক্তারি ও ইঞ্জিনিয়রিংয়ের প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করলেন ডোমজুড়ের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা (সদর) সভাপতি কল্যাণ ঘোষ। আপাতত, ১৪০ জন অভাবী ও মেধাবী পড়ুয়াকে নিয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ। ২০০ জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু ডোমজুড় বা হাওড়া নয়, নদীয়া এমনকি মালদার অভাবী-মেধাবী পড়ুয়ারা এখান থেকে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এবং ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, ‘সর্বভারতীয়স্তরে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ বিভিন্ন বেসরকারি সংস্থায় অনেক ব্যয়সাপেক্ষ। ইচ্ছে থাকলেও তাই অনেক অভাবী-মেধাবী পড়ুয়া ওই প্রশিক্ষণ নিতে পারে না। তাদের কথা ভেবেই সম্পূর্ণ বিনা পয়সায় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এখানে শিবপুর আইআইইএসটির অধ্যাপক-সহ বিশিষ্টজনেরা প্রশিক্ষণ দিচ্ছেন। আগস্ট মাসের প্রথম থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। সপ্তাহে তিনদিন তিন ঘণ্টা করে ক্লাস হচ্ছে। এখান থেকেই সমস্ত স্টাডি মেটিরিয়াল-সহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে। থাকছে মক টেস্টেরও ব্যবস্থা। এই মুহূর্তে অনলাইনে চলছে প্রশিক্ষণ। একটি নামী বেসরকারি কলেজের ট্রেনিং সেন্টারের পক্ষে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’ বিধায়কের এই উদ্যোগে বেজায় খুশি পড়ুয়া ও অভিভাবকেরা। তাঁরা বলছেন, ‘বেসরকারি সংস্থায় জয়েন্ট ও ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার তালিম নেওয়ার সামর্থ্য আমাদের ছিল না। বিধায়কের উদ্যোগে বিনা পয়সায় ওই ট্রেনিং নিতে পারছি। তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ।’