“মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প কন্যাশ্রী ও রূপশ্রী দুটোই এক্ষেত্রে খুব কাজের”

Must read

গোঁসাইমারি, বাঁকুড়া : আমি রূপশ্রী বিউটি খাতুন
আমার বাড়ি বাঁকুড়া জেলার একটি ছোট্ট গ্রাম গোঁসাইবাড়িতে। বাবা শেখ গোলাম রসুল পেশায় রাজমিস্ত্রি। আমাদের মতো গরিব পরিবারে মেয়েদের ১৩, ১৪ বছর বয়স হলেই সরকারি নির্দেশ অমান্য করে লুকিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়। ১৮ বছর পর্যন্ত অপেক্ষা করে না কেউ। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প কন্যাশ্রী ও রূপশ্রী দুটোই এক্ষেত্রে খুব কাজের। এতে অল্প বয়সে বিয়ে দেওয়ার চল কমেছে। পড়াশোনা করতে পেরেছি। বাবা এক ভালো সম্বন্ধ পেয়ে যাওয়ায় বিয়ের আয়োজন করেন। রূপশ্রীর ২৫ হাজার টাকাটাও খুব কাজে লেগেছে। আমার পরিবারের সবাই খুব খুশি। ধন্যবাদ দিদি, আমার বাবার চিন্তা দূর করার জন্য।

Latest article