বাসুদেব ভট্টাচার্য , জলপাইগুড়ি: ‘‘বাম আমলে খালের সংস্কারের নামে টাকা নয়ছয় হয়েছে। তিস্তার বাঁ হাতি খাল সংস্কার করে মেটানো হবে সেচের সমস্যা। আপনারা যেভাবে দেখতে চাইছেন জেলাকে, ৬ মাসের মধ্যে হবে সেই উন্নয়ন। আমি কথা দিলাম। এই বিষয়ে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।’’ মঙ্গলবার ধূপগুড়ির সভা থেকে এইভাবেই বিপুল উন্নয়নের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিস্তা নদীর পাশে দুটি খাল রয়েছে।
আরও পড়ুন-গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা, ৫০ কিমি বেগে আসছে ঝড়
একটি বাঁ হাতি খাল এবং একটি ডান হাতি খাল। বাঁ হাতি খালই সেচের জন্য ব্যবহার করেন জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কৃষকরা। তাঁদের সমস্যা সমাধানে এবার দ্রুত কাজ শুরু হবে। পাশাপাশি জল সংরক্ষণ করে কীভাবে তা কৃষিকাজে ব্যবহার করা হবে তা নিয়েও চিন্তা-ভাবনা রয়েছে রাজ্য সরকারের। এই বিষয়ে ইতিমধ্যেই সেচ দফতরকেও নির্দেশ দেওয়া হয়েছে। বিপুল উন্নয়নের জেরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মানুষ আর কোনওরকম অভিযোগের সুযোগ যে আগামিদিনে পাবেন না তা বুঝিয়ে দিয়েছেন অভিষেক। সভায় উপস্থিত ধূপগুড়ির মানুষও সমর্থন জানিয়েছেন।