হাউস অফ কমনসে সম্মানিত হবেন কাটোয়ার সাহিত্য-গবেষক

আয়োজক সংস্থার চেয়ারপার্সন আন্না ফার্থের লেখা আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে তুষারের কাছে। তুষার বললেন, ‘‘এই সম্মান অত্যন্ত গর্বের।’’

Must read

চন্দন মুখোপাধ্যায় কাটোয়া: কাটোয়ার মুকুটে নয়া পালক। লন্ডনের ‘অ্যাডভাটেক ফাউন্ডেশন’ আয়োজিত ‘বাংলার সংস্কৃতি’ বিষয়ক উৎসবে ‘বাংলার গর্ব’ সম্মান পাচ্ছেন সাহিত্য ও সংস্কৃতি গবেষক তুষার পণ্ডিত। ২০ জুলাই লন্ডনের হাউস অফ কমনসের চার্চিল হলে কাটোয়া শহরের মাধবীতলার বাসিন্দা তুষার পণ্ডিতের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। আয়োজক সংস্থার চেয়ারপার্সন আন্না ফার্থের লেখা আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে তুষারের কাছে। তুষার বললেন, ‘‘এই সম্মান অত্যন্ত গর্বের।’’

আরও পড়ুন-সেচ সমস্যার দ্রুত সমাধান

আয়োজক সংস্থার পাঠানো চিঠিতে উল্লেখ রয়েছে, বাংলা ও বাঙালির সাহিত্য ও সংস্কৃতির নানা দিককে বৃহত্তর ক্ষেত্রে পৌঁছে দেওয়ার কাজে নিরলস ব্যক্তিদের ‘বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। সেই অনুষ্ঠানে লর্ডস, ব্যারন, শিল্পপতি, সাংসদ, উচ্চপদস্থ ব্যক্তি মিলিয়ে ১২০ জন উপস্থিত থাকবেন। কাটোয়া রবীন্দ্রপরিষদ, বইমেলা কমিটির সম্পাদক তুষার পণ্ডিতের তেভাগা আন্দোলনের সাহিত্য বিষয়ক গবেষণাগ্রন্থটি ওই আন্দোলনের একটি নতুন দিক খুলে দিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন শীর্ষস্থানীয় সাহিত্যপত্রে নিয়মিত সাহিত্য বিষয়ক প্রবন্ধ লিখে চলেছেন। রবীন্দ্রচেতনা ও সুস্থ সংস্কৃতির প্রসারে নিবেদিতপ্রাণ তুষার বাংলা ভাষা প্রচার ও প্রসার আন্দোলনেরও অন্যতম মুখ। ওঁর সম্মাননার খবরে বন্ধু, সুহৃদ ও আত্মীয়মহলে খুশির লহর।

Latest article