বুধবার আইএসএসএফ (আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্টস ফেডারেশন) শ্যুটিং (shooting) বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ফাইনালে সোনা জিতলেন মেহুলি ঘোষ এবং শাহু তুষার মানে। এছাড়া ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় জুটি পলক এবং শিবা পারওয়ালের।
আরও পড়ুন-ভানু ভক্ত আচার্যর জন্মদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
ভারতীয় জুটি মেহুলি এবং তুষার হারিয়েছেন হাঙ্গেরির এজটার এবং ইস্তভান জুটিকে। ১৭-১৩ ব্যবধানে হারিয়েছেন তারা। এই টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ স্থান পেয়েছেন ইজরায়েল এবং চেক প্রজাতন্ত্র। তৃতীয় ও চতুর্থ স্থান পেয়েছে যথাক্রমে ইসরায়েল ও চেক প্রজাতন্ত্রের শুটাররা।
আরও পড়ুন-মাত্রাতিরিক্ত গরমের কারণে আগুন লেগে গেল রেললাইনে
এটি সিনিয়র স্তরে ভারতের হয়ে তুষারের প্রথম স্বর্ণপদক জয় এবং মেহুলি তার দ্বিতীয় স্বর্ণপদক জয় করেন। কাঠমান্ডুতে আয়োজিত ২০১৯ দক্ষিণ এশিয়ান গেমসে প্রথম সোনা জিতেছেন। মিশ্র এয়ার পিস্তল ইভেন্টে, পলক এবং শিবা কাজাখস্তানের ইরিনা লোকতিওভা এবং ভ্যালেরি রাখিমজানকে ১৬-০-তে পরাজিত করে ব্রোঞ্জপদক জিতেছেন। বুধবারের এই ফলাফলে ভারত এখন ২টি স্বর্ণ এবং ১টি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষস্থানীয় সার্বিয়ার পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
What a team! @GhoshMehuli and @ShahuMane2 win Gold 🏅 in the Mix Team Air Rifle event at the ongoing ISSF World Cup. Many congratulations to the duo. pic.twitter.com/411ZhYJzKM
— Suma Shirur OLY (@SumaShirur) July 13, 2022