মহান মানুষেরা বিভেদ করেন না: পাহাড়ে বাংলা ভাগের বিরোধিতায় বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, ভানু ভক্ত মহান কবি ছিলেন। তিনি নেপালি ভাষায় রামায়ণ অনুবাদ করেন। সহজ-সরল-প্রাণজ্জ্বল ভাষায় তিনি লিখতেন তিনি।

Must read

মণীশ কীর্তনিয়া, দার্জিলিং: আজ বুধবার, ভানু ভক্তের (Bhanu Bhakta) ২০৮তম জন্মদিনে দার্জিলিঙে (Darjeeling) অনুষ্ঠানে একতার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন প্রথমে ম্যালে কবি ভানু ভক্তের মুর্তিতে মালা দেন মুখ্যমন্ত্রী। এরপরে বক্তৃতার শুরু নেপালি ভাষাতেই ভানু ভক্তের জন্মদিন শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-আন্তর্জাতিক শ্যুটিং বিশ্বকাপে সোনা মেহুলি ঘোষ এবং শাহু তুষার মানে জুটির ঝুলিতে

মুখ্যমন্ত্রী বলেন, ভানু ভক্ত মহান কবি ছিলেন। তিনি নেপালি ভাষায় রামায়ণ অনুবাদ করেন। সহজ-সরল-প্রাণজ্জ্বল ভাষায় তিনি লিখতেন তিনি। কখনও কোনও ভেদাভেদ করতেন না। মহান ব্যক্তিরা এরকমই হন। তাঁরা মানুষেরা বিভেদ করেন না। অর্থাৎ যে বাংলা ভাগের বিরোধিতা বরাবর করে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী, এদিনও সেই সুর তাঁর কথায়। পাহাড় থেকে সাগার অখণ্ড বাংলার বার্তা দিয়েছেন মমতা। একই সঙ্গে এদিন গুরু পূর্ণিমা। যাঁদের আদর্শ মহান, তাঁদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-ভানু ভক্ত আচার্যর জন্মদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে মঙ্গলবার জোর দিয়ে বারবার পাহাড়ে শান্তি বজয়া রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী। শান্তি থাকলেই যে অথনৈতিক উন্নয়ন, সেটা বুঝিয়ে দেন। একই সঙ্গে বলেন, কোনও লোক স্বার্থসিদ্ধির জন্যে যদি অশান্তি করতে চায়, পাহাড়ের মানুষ যেন সেটা বরদাস্ত না করেন। সেই রেশ টেনেই এদিন ফের পরোক্ষে বাংলা ভাগের বিরোধিতা করে একতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

Latest article