মুম্বই, ১৫ জুলাই : অবশেষে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত বোর্ডের সংবিধান সংশোধনী মামলা শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। বিসিসিআই-এর তরফে দু’বছর আগেই শীর্ষ আদালতে আবেদন করা হয়েছিল বোর্ডের গঠনতন্ত্রে সংশোধনী নিয়ে শুনানির জন্য। অন্তত ছ’টি সংশোধনী আনার প্রস্তাব দেওয়া হয়েছিল বোর্ডের পক্ষ থেকে। কিন্তু দু’বছর ধরে সর্বোচ্চ আদালতে কোনও শুনানিই হয়নি।
আরও পড়ুন-ভাসল যুদ্ধজাহাজ
শুক্রবার সুপ্রিম কোর্টে নতুন করে শুনানি চেয়ে আবেদন করেছে বিসিসিআই। বোর্ডের আইনজীবী পি এস পাতওয়ালিয়া এদিন সর্বোচ্চ আদালতে আবেদন করলে তা গ্রহণ করা হয়। আগামী সপ্তাহেই বোর্ডের আবেদন নিয়ে শুনানি হতে পারে। সৌরভ-জয় শাহদের বোর্ডে মেয়াদ শেষ হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে। কিন্তু বোর্ড ২০১৯ সালে লোধা গঠনতন্ত্রে সংশোধনী এনে সভাপতি ও সচিবের মেয়াদ টানা ছ’বছর করার জন্য প্রস্তাব দেয়। ছ’বছর বোর্ডে থাকার পর তিন বছরের কুলিং অফের প্রস্তাব দেওয়া হয় সংশোধনীতে। সেই আবেদনেরই শুনানি হবে সর্বোচ্চ আদালতে। প্রসঙ্গত, সৌরভ এবং জয় দু’জনেরই ক্রিকেট প্রশাসনে ৬ বছরের মেয়াদ আগেই শেষ হয়েছে। কিন্তু বোর্ড চায়, সর্বোচ্চ পদাধিকারী তিন বছরের টানা দু’টি মেয়াদ সম্পূর্ণ শেষ করেই কুলিং অফে যান।