ভাসল যুদ্ধজাহাজ

উত্তরাখণ্ডের পর্বতশ্রেণির নামে নামাঙ্কিত ‘দুনাগিরি’ পি-১৭-এ ফ্রিগেট শ্রেণির চতুর্থ জাহাজ এবং পি-১৭ ফ্রিগেটের উন্নত সংস্করণ।

Must read

প্রতিবেদন : জলে ভাসল গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসই-র নতুন সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ ‘দুনাগিরি’। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজ জলে ভাসল।

আরও পড়ুন-কলকাতায় সোলার-সৈনিক

উত্তরাখণ্ডের পর্বতশ্রেণির নামে নামাঙ্কিত ‘দুনাগিরি’ পি-১৭-এ ফ্রিগেট শ্রেণির চতুর্থ জাহাজ এবং পি-১৭ ফ্রিগেটের উন্নত সংস্করণ। জাহাজে উন্নত আধুনিক বৈশিষ্ট্য, অত্যাধুনিক সেন্সর এবং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট ব্যবস্থা রয়েছে। জলপথে অপরাধমূলক কার্যকলাপ নজরে আসছে। তাই ভারতীয় নৌবাহিনী এবং উপকূল রক্ষী বাহিনীকে আরও বেশি সতর্ক থাকার জন্য তিনি নির্দেশ দেন।

Latest article