‘মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা’ কৃষ্ণনগর থেকে সরব মুখ্যমন্ত্রী

তেহট্টে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে প্রচার সভা থেকে মহুয়াকে জিতিয়ে বিজেপিকে পরাস্ত করার আবেদন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

Must read

বৃহস্পতিবার, তেহট্টে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে প্রচার সভা থেকে মহুয়াকে জিতিয়ে বিজেপিকে পরাস্ত করার আবেদন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেই সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বিষয় নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, আগামিকাল ফের মিথ্যে বলতে আসছে বিজেপির দিল্লির নেতা।

আরও পড়ুন-গুজরাটে পার্সেলে বিস্ফোরণে বাবা ও মেয়ের মৃত্যু

তৃতীয় দফার নির্বাচনের আগে এদিন কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে তেহট্টে জনসভা করেন মমতা। হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়াম থেকে বিজেপিকে প্রবল আক্রমণ করেন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, সংসদের অধিবেশনে বিজেপির সব দুর্নীতি ফাঁস করে দিয়েছিলেন মহুয়া। আদানিদের সঙ্গে মোদি সরকারের আঁতাঁত প্রকাশ করে দেন তৎকালীন তৃণমূল সাংসদ। মহুয়া লড়াকু মহিলা। সেই কারণে তাঁকে ভয় গেরুয়া শিবিরের। মহুয়াকে সহ্য করতে পারে না তারা। “মহুয়া যে ওঁদের ভয় না পেয়ে মুখের উপর জবাব দেয় তাই ওকে নিয়ে বিজেপির খুব জ্বালা”- মমতার কথায়, সেই কারণেই মহুয়াকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূল সভানেত্রী বলেন, কার সঙ্গে কার বন্ধুত্ব দেখতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। এরপরেই তীব্র আক্রমণ করে মমতা বলেন, এই অধিকার ওদের নেই। সাংসদের শীতকালীন অধিবেশনে বেনজির ভাবে বিরোধী দলের অধিকাংশ সাংসদকে বহিষ্কার করে মোদি সরকার। এই নিয়ে এদিনের সভা থেকে ফের সুর চড়ান তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, বিধানসভাতেও বিজেপি সাংসদরা রয়েছেন। কিন্তু তাঁদের তৃণমূল সরকার বহিষ্কার করে না।

আরও পড়ুন-‘এই সিপিএম দল যে কী সাংঘাতিক ছিল কল্পনা করতে পারবেন না’ বিস্ফোরক মুখ্যমন্ত্রী

কৃষ্ণনগর লোকসভায় দলীয় প্রার্থীর হয়ে শুক্রবার প্রচার আসছেন মোদি। সেই বিষয় নিয়েও কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, আবার মিথ্যে কথা বলতে আসছে বিজেপি নেতা। তিনি যে মহুয়া মৈত্রের উপর আস্থা রাখেন, এদিন সেটা বুঝিয়ে দেন মমতা। বলেন, আমি মহুয়াকে বিশ্বাস করি। আপনারাও ওকে আবার জিতিয়ে বুঝিয়ে দিন, যে আপনারা ওর পাশে আছেন।

 

Latest article