প্রথমে ফ্রান্স তারপর ব্রিটেন। সর্বশেষ সংযোজন ইতালি। ইউরোপের একাধিক দেশে রাজনৈতিক অস্থিরতা ক্রমশই প্রবল হচ্ছে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে এবার ইস্তফা দিলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তবে সে দেশের প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলা দ্রাঘির পদত্যাগপত্র গ্রহণ করেননি বলে খবর। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশে জোট সরকার চালাচ্ছেন দ্রাঘি।
আরও পড়ুন-রিপুদমনকে খুন
করোনা পরবর্তী পর্যায়ে দেশের আর্থিক উন্নয়নের লক্ষ্যে একটি আর্থিক প্যাকেজ আনেন প্রধানমন্ত্রী। কিন্তু দ্রাঘির ওই আর্থিক প্যাকেজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে সরকারের শরিক ফাইভ স্টার মুভমেন্ট। বৃহস্পতিবার সরকার আস্থা ভোট নিলে ফাইভ স্টার মুভমেন্ট তাদের সমর্থন তুলে নেয়। এরপরই দ্রাঘি জানান, তাঁর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তাই তিনি পদত্যাগ করছেন।