রিপুদমনকে খুন

ওই বিস্ফোরণে প্রত্যেকেরই মৃত্যু হয়। ১৯৮৪ সালের অপারেশন ব্লু স্টারের বদলা নিতেই ওই বিমানটি উড়িয়ে দেয় রিপুদমন।

Must read

১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার বিমানে বিস্ফোরণের ঘটনার অন্যতম চক্রী রিপুদমন সিং মালিককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। কানাডার ভ্যাঙ্কুভারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা রিপুদমনকে গুলি করে খুন করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বর্ণবিদ্বেষের কারণে রিপুদমনকে খুন করা হয়েছে। মৃতের পরিবারও খুনের কথা স্বীকার করে নিয়েছে। ১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার একটি বিমান কানাডার ২৮০ জন নাগরিক-সহ মোট ৩২৯ জন মানুষকে নিয়ে উড়ছিল।

আরও পড়ুন-স্পাইসজেটের পর ইন্ডিগো! যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

আয়ারল্যান্ড উপকূলের উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই বিমানে বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে প্রত্যেকেরই মৃত্যু হয়। ১৯৮৪ সালের অপারেশন ব্লু স্টারের বদলা নিতেই ওই বিমানটি উড়িয়ে দেয় রিপুদমন। তবে উপযুক্ত প্রমাণের অভাবে যাবতীয় অভিযোগ থেকে মুক্তি পেয়েছিল সে। কানাডার ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় ধরনের বিমান দুর্ঘটনা। ওই একই দিনে রিপুদমন ও তার সঙ্গীরা আরও একটি বিমান উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করলেও তা ব্যর্থ হয়েছিল।

Latest article