প্রতিবেদন : মেক্সিকোয় সামরিক বাহিনীর একটি ব্লাক হক হেলিকপ্টার (Mexico Helicopter Crash) ভেঙে পড়ার ঘটনায় কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন ১ জন। সে দেশের নৌবাহিনী জানিয়েছে, উত্তর-পশ্চিম মেক্সিকোর সিনালোয়া প্রদেশে শুক্রবার বিকেলের দিকে হঠাৎই এই সেনা কপ্টারটি ভেঙে পড়ে। কী কারণে এই হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ল তা জানতে তদন্ত শুরু হয়েছে। কপ্টার ভেঙে পড়ার ঘটনায় মাদক পাচারকারীদের কোনও সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মেক্সিকোর নৌসেনা জানিয়েছে, অভিশপ্ত কপ্টারটিতে ১৫ জন যাত্রী ছিলেন। কপ্টারটি (Mexico Helicopter Crash) ভেঙে পড়লে ঘটনাস্থলেই ১৪ জন প্রাণ হারিয়েছেন। তবে একজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি নৌসেনার পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।
আরও পড়ুন: ঋষিকে প্রধানমন্ত্রী পদে মানতে রাজি নন বরিস