মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, রক্ষা ২২২ যাত্রীর

Must read

প্রতিবেদন : মাঝ আকাশে ফের বিমানে যান্ত্রিক ত্রুটি। যে কারণে শারজা থেকে কোচিগামী (Kochi Airport) বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়। এবার বিমানে যান্ত্রিক ত্রুটির এই ঘটনাটি ঘটেছে এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ২২২ জন যাত্রী ও ৭ জন বিমানকর্মীকে নিয়ে এয়ার অ্যারাবিয়ার বিমানটি শারজা থেকে কোচি (Kochi Airport) আসছিল। মাঝ আকাশে বিমানের হাইড্রোলিকে ত্রুটি দেখা দেয়। বিমানটির কোচি বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল ৭টা ১৩ মিনিটে। কিন্তু হাইড্রোলিক ত্রুটির খবর জানিয়ে পাইলট কোচি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জরুরি অবতরণ করার অনুরোধ জানান। সঙ্গে সঙ্গেই কোচি বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। প্রায় ৫০ মিনিট উৎকণ্ঠার পর এয়ার অ্যারাবিয়ার জি-৯, ৪২৬ বিমানটি সন্ধ্যা সাড়ে সাতটায় কোচি বিমানবন্দরের ৯ নম্বর রানওয়েতে নিরাপদেই অবতরণ করে।

আরও পড়ুন: ঋষিকে প্রধানমন্ত্রী পদে মানতে রাজি নন বরিস

কোচি বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, বিমানটি সফল অবতরণে ব্যর্থ হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ওই বিমানটির জরুরি অবতরণের জন্য ৬টা ৪১ মিনিটে বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়। তবে শেষ পর্যন্ত নিরাপদেই বিমানটি অবতরণ করে।
কোচি বিমানবন্দরের ম্যানেজিং ডিরেক্টর এস সুহাস বলেছেন, দীর্ঘদিন পর এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হল। তবে সকলের সমবেত প্রচেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করে। যাত্রীরা সকলেই নিরাপদে আছেন।

Latest article