হু-র সতর্কবার্তা

Must read

করোনার (Covid) নতুন ঢেউ সম্পর্কে গোটা বিশ্বকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। গত কয়েক মাস পরিস্থিতি ছিল অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু ইউরোপ, আমেরিকার মতো দেশে ফের করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে হু (WHO) জানিয়েছে, করানোর আর একটি নতুন ঢেউ আসছে। তাই আমাদের সকলকে সতর্ক হতে হবে। হুর শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেছেন, করোনার আরও একটি নতুন ঢেউয়ের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। নতুন যে ভ্যারিয়েন্টগুলি আসছে তার প্রতিটির চরিত্রই আলাদা। সেগুলি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্তের সংখ্যা যত বেশি বাড়বে ততই হাসপাতালগুলির উপর চাপ বাড়বে। ইতিমধ্যেই স্পেন ও ফ্রান্স করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও।

আরও পড়ুন: ঋষিকে প্রধানমন্ত্রী পদে মানতে রাজি নন বরিস

Latest article