ব্রিটেনে জারি হল জরুরি অবস্থা। তবে কোনও রাজনৈতিক ডামাডোলের কারণ নয়। তীব্র দাবদাহের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে ব্রিটেন সরকার। স্থানীয় আবহাওয়া দফতরের আশঙ্কা, সোম ও মঙ্গলবার দেশের বেশিরভাগ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। সে কারণে লন্ডন, ইয়র্ক, ম্যানচেস্টার শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
আরও পড়ুন-সোমবার আদালতে যাবে রাজ্য সংস্থারা, এফএসডিএল-এর চিঠি
তাপপ্রবাহের কারণে সোম ও মঙ্গলবার সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। কমানো হয়েছে অফিস ও স্কুলের সময়সীমা। এমনকী রেল চলাচলের গতি কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে বেশকিছু কাজ বাতিল করা হয়েছে। গত কয়েকদিন ধরে উত্তর আফ্রিকা থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে চলছে তীব্র দাবদাহ। ইতিমধ্যেই তাপপ্রবাহের কারণে পর্তুগাল স্পেন ও ফ্রান্সে শুরু হয়েছে দাবানল।