টাকা চাই না, আমরা চাই ন্যায়বিচার

হাসপাতালে তিনি আহত চারজনকে মাথাপিছু ৫০ হাজার করে টাকা অর্থসাহায্য দেন। কিন্তু আহতদের পরিবারের সদস্য এক মহিলা সেই টাকা কংগ্রেস নেতাকে ছুঁড়ে দেন

Must read

প্রতিবেদন : চলতি মাসের ৬ তারিখে কর্নাটকের কেরুর এলাকায় দুই নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে তীব্র অশান্তি ছড়ায়। দুই সম্প্রদায়ের এলাকাতেই চলে ভাঙচুর। এমনকী, কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে এই অশান্তির ঘটনায় চারজন জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। আহতদের মধ্যে দু’জন একই পরিবারের সদস্য।

আরও পড়ুন-জরুরি অবস্থা জারি

শুক্রবার বিকেলে আহতদের হাসপাতালে দেখতে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। হাসপাতালে তিনি আহত চারজনকে মাথাপিছু ৫০ হাজার করে টাকা অর্থসাহায্য দেন। কিন্তু আহতদের পরিবারের সদস্য এক মহিলা সেই টাকা কংগ্রেস নেতাকে ছুঁড়ে দেন। তিনি স্পষ্ট বলেন, আমরা টাকা চাই না। আমরা চাই ন্যায়বিচার। যারা অন্যায় করেছে তারা যেন শাস্তি পায়, সেটা আগে নিশ্চিত করা হোক। ইতিমধ্যেই টাকা ফিরিয়ে দেওয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও স্থানীয় এক কংগ্রেস নেতা বলেছেন, এই অর্থ সরকার নয়, সিদ্দারামাইয়া ব্যক্তিগতভাবেই দিয়েছিলেন। তিনি চান আহতদের পরিবারের পাশে থাকতে।

Latest article