রাষ্ট্রপতি ভোটের ঠিক আগের দিনে বিজেপির নতুন চাল নিয়ে সরব রাজ্যের শাসকদল। পাণ্ডবেশ্বরের তৃণমূল (TMC) বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে (Narendranath Chakraborty) সাংবাদিক পরিচয় দিয়ে ফোন আসে। সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। এই বিষয়ে বিধায়কের দাবি, সঙ্গে সঙ্গেই সেই অনুরোধ ফিরিয়ে দিয়ে দলের প্রতি তাঁর আনুগত্যের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, শুধুমাত্র নরেন্দ্রনাথ চক্রবর্তী নন, এই তালিকায় রয়েছে অনেকেই।
সঞ্জয় সিং নামে সাংবাদিক পরিচয় দেওয়া ওই ব্যক্তি জানান, নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে বিরোধী দলনেতা কথা বলতে চান। এর প্রেক্ষিতেই সঞ্জয় সিং ও শুভেন্দু অধিকারীর নামে থানায় এফআইআর করেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক।
আরও পড়ুন-রাজধানীতে নাবালিকাকে ধর্ষণ করে অ্যাসিড খাওয়ালেন ম্যানেজার
শাসকদলের আরও অনেক বিধায়কের কাছেই ক্রস ভোটিং করার আবেদন জানিয়ে ফোন যাচ্ছে। তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তাদের দলীয় ঐক্য যথেষ্ট মজবুত। এভাবে তৃণমূল পরিবারের ঐক্যে ফাটল ধরানো যাবে না। রাষ্ট্রপতি নির্বাচনে কেন্দ্রের বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। দ্রৌপদীর নাম ঘোষণার পরেই বঙ্গে বিজেপি নেতারা দাবি করতে শুরু করেন, তৃণমূলে ক্রস ভোটিং হবে। কিন্তু তাঁদের সেই দাবি নস্যাৎ করে দেন শাসকদলের শীর্ষ নেতৃত্ব। এরপরেই ভুয়ো পরিচয় দিয়ে তৃণমূল বিধায়কদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ-ফোন আসা শুরু হয়। বিষয়টি নিয়ে পদ্ম শিবিরের বিরুদ্ধে তুমুল সমালোচনা চলছে রাজনৈতিক মহলে।