টি-২০ ক্রিকেটকে বিদায় তামিমের

পালটা ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। লিটন দাস সর্বোচ্চ ৬৫ বলে ৫০ রান করেন।

Must read

গায়ানা, ১৭ জুলাই : একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানোর কয়েক ঘণ্টা পরেই টি-২০ ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। রবিবার তিনি ট্যুইট করেন, ‘‘আন্তর্জাতিক টি-২০ ক্রিকটে থেকে অবসর নিলাম। সবাইকে ধন্যবাদ।’’ তবে টেস্ট এবং একদিনের ক্রিকেটে দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তামিম।

আরও পড়ুন-ক্রস ভোটিং-এর অনুরোধ জানিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কের কাছে ফোন

বাঁ হাতি বাংলাদেশি ওপেনার শেষবার দেশের হয়ে কোনও টি-২০ ম্যাচ খেলেছিলেন ২০২০ সালে মার্চে, জিম্বাবোয়ের বিরুদ্ধে। তারপর থেকেই চোট-আঘাত এবং ব্যক্তিগত কারণে তিনি এই ফরম্যাট থেকে দূরে ছিলেন। বাংলাদেশের হয়ে ৭৮টি টি-২০ ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি-সহ মোট ১,৭৫৮ রান করেছেন তামিম। গড় ২৪.০৮, স্ট্রাইক রেট ১১৬.৯৬।

আরও পড়ুন-রাজধানীতে নাবালিকাকে ধর্ষণ করে অ্যাসিড খাওয়ালেন ম্যানেজার

এদিকে, তৃতীয় একদিনের ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৪৮.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা। বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম ২৮ রানে ৫ উইকেট দখল করেন। পালটা ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। লিটন দাস সর্বোচ্চ ৬৫ বলে ৫০ রান করেন।

Latest article