প্রতিবেদন : উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) তীব্র ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তাঁর কটাক্ষ, বিজেপি মুখপাত্র হিসেবে ভাল কাজ করেছেন ধনকড়। তারই পুরস্কার পেলেন তিনি। মহিলা তৃণমূল কংগ্রেস (Jagdeep Dhankhar- Chandrima Bhattacharya) নেত্রীর মন্তব্য, রাজ্যপাল হিসেবে গণতন্ত্র রক্ষা করতে হয়নি ধনকড়কে। সবচেয়ে বড় প্রশ্ন, বিরোধী দলনেতা এবার যাবেন কোথায়? বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায়ের প্রতিক্রিয়া, রাজ্যপাল হয়ে আসার পর থেকেই নানা বিষয়ে রাজ্য সরকারের বিরোধিতা করেছেন উনি। এমন অনেক বিষয়েই আমাদের দল ও সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, যা রাজ্যপাল পদে থেকে বলা যায় না। তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ও রীতিমতো আক্রমণাত্মক ধনকড় প্রসঙ্গে। তাঁর মতে, তৃণমূল কংগ্রেসের উত্ত্যক্ত করার পুরস্কার হিসেবে তাঁকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।