আইসিএসইতেও শীর্ষস্থানে বাংলার মেধাবীরা

Must read

প্রতিবেদন : আইসিএসই দশম শ্রেণির (ICSE 10th Result 2022) ফাইনাল পরীক্ষায় ফের নজর কাড়ল এ রাজ্যের পরীক্ষার্থীরা। রবিবার বিকেলে ফল প্রকাশের পর দেখা যায় পশ্চিমবঙ্গ থেকে প্রথম তিনটি স্থানে রয়েছে মোট ৫১ জন পরীক্ষার্থী। প্রথম স্থানে ৯ জন, দ্বিতীয় স্থানে ৯ জন ও তৃতীয় স্থানে রয়েছে মোট ৩৩ জন। রাজ্যের ৪১৫টি স্কুলের মোট ৪০,৭৩৬ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল এই বছর। তাদের মধ্যে ৪০,৭২৬ জন পাশ করেছে। সবমিলিয়ে পাশের (ICSE 10th Result 2022) হার ৯৯.৯৮ শতাংশ। ফলাফলে এ রাজ্যের পরীক্ষার্থীদের মধ্যেও রয়েছে মে়য়েদের দাপট। রাজ্য থেকে দ্বিতীয় স্থানে থাকা পরীক্ষার্থীদের মধ্যে আসানসোল অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের ছাত্রী আলিয়া রাফাত, কলকাতা গার্ডেন হাইস্কুলের ছাত্র ঐশ্বরিক দে, নিউটাউন দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী অদিত্রী গুপ্তার নাম পাওয়া গিয়েছে। সর্বভারতীয় মেধাতালিকায় যৌথভাবে প্রথম স্থানে ৪ জন, যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ৩৪ জন। প্রথম স্থানে থাকা পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ। দ্বিতীয়দের প্রাপ্ত নম্বর ৯৯.৬ শতাংশ। প্রথম স্থানে যে চারজন রয়েছে, তাদের মধ্যে তিনজন ছাত্রী এবং একজন মাত্র ছাত্র।
বারাকপুর : আইসিএসই পরীক্ষায় ভারতবর্ষে দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গের অন্যতম প্রথম স্থান অধিকার করল বারাকপুর মডার্ন ইংলিশ মিডিয়ামের দশম শ্রেণির ছাত্র এবং দক্ষিণেশ্বর আদ্যাপীঠের বাসিন্দা বৈদূর্য ঘোষ। অন্যতম প্রথম আসানসোলের অভয়কুমার সিংহানিয়াও। দু’জনেই ৪৯৮ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করল। বৈদূর্যর এই ফলাফলে অনেকটাই খুশি তার অভিভাবক এবং বৈদূর্য নিজে। তবে এত ভাল ফলাফল আশা করেনি বৈদূর্য ও তার অভিভাবকরা। ফলাফল জেনেই খুশির মেজাজে মেতে উঠেছে গোটা পরিবার। আত্মীয়রা আসছেন দেখা করতে।

আরও পড়ুন: কীর্তন শুনে খোল বাজিয়ে দিন কাটাতে হবে বিজেপিকে

Latest article