নয়াদিল্লি : দেশের উত্তর-পূর্বের বন্যার দায় পুরোপুরি রাজ্যের ঘাড়েই ঠেলে দিল কেন্দ্রীয় সরকার (central government)। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জি কিসান রেড্ডি জানিয়েছেন, বন্যা নিয়ন্ত্রণের বিষয়টি পুরোপুরি রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত। রাজ্য সরকারই তাদের মতো করে অগ্রাধিকার নিয়ে নির্দিষ্ট নীতি তৈরি করে।
আরও পড়ুন-নিয়ন্ত্রণ হারিয়ে নর্মদায় যাত্রীবাহী বাস, মৃত কমপক্ষে ১৩
জি কিসান রেড্ডি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রযুক্তিগত পরামর্শ এবং আর্থিক সহায়তা দান করে। বার্ষিক বন্যা মোকাবেলায় উত্তর-পূর্বের রাজ্যগুলির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কী ব্যবস্থা নিয়েছে এবং তাদের কী ধরনের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে সে বিষয়ে জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।