অগ্নিবীর নিয়ে প্রশ্ন

অগ্নিবীররা যাতে সাধারণ বা অন্যান্যভাবে উচ্চমাধ্যমিক পাশ শংসাপত্র পেতে পারেন, তার ব্যবস্থা করতে প্রতিরক্ষা মন্ত্রকের বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : অধিবেশনের প্রথম দিনই সংসদে উঠল অগ্নিবীর ইস্যু। লোকসভার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন, অগ্নিবীররা যাতে উচ্চশিক্ষায় সুযোগ পান, তার জন্য স্কুল শিক্ষা দফতর তাদের স্বশাসিত সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর মাধ্যমে একটি বিশেষ কর্মসূচি নিয়েছে। অগ্নিবীররা যাতে সাধারণ বা অন্যান্যভাবে উচ্চমাধ্যমিক পাশ শংসাপত্র পেতে পারেন, তার ব্যবস্থা করতে প্রতিরক্ষা মন্ত্রকের বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন-রাজ্যের ঘাড়ে দায় ঠেলল কেন্দ্র

প্রসঙ্গত, অগ্নিবীর প্রকল্পে চার বছর পর তাঁদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে সন্দিহান বিভিন্ন মহল। শুধুমাত্র উচ্চশিক্ষা নয়, অগ্নিবীরদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। সোমবার অন্য আরও তিন সাংসদের লিখিত প্রশ্নের উত্তরে স্কিল ডেভলপমেন্ট মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, এ ব্যাপারে সেনার তিন বাহিনী অর্থাৎ সেনা, বায়ুসেনা এবং নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে অগ্নিবীরদের জন্য কাজ করছে স্কিল ডেভলপমেন্ট মন্ত্রক। তবে সরকারের চালু করা প্রশিক্ষণের মাধ্যমে অবসর নেওয়া অগ্নিবীররা কতটা উপকৃত হবেন, তারফলে দেশের অর্থনীতি কতটা লাভবান হবে, সে প্রশ্নের জবাব এড়িয়েছেন রাজীব চন্দ্রশেখর।

Latest article