প্রয়াত হলেন বিখ্যাত গায়ক ভূপিন্দর সিং (Bhupinder Singh)। এই খবর প্রকাশ্যে এনেছেন স্ত্রী মিতালি সিং। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২। দীর্ঘ কেরিয়ারে ‘থোড়ি সি জামিন থোড়া আসমান’ (সিতারা, লতা মঙ্গেশকরের সঙ্গে গেয়েছিলেন), ‘দিল ডুন্ডা হ্যা’ (মৌসম), ‘নাম গুম জায়েগা’-র (কিনারা) মতো গান গেয়েছিলেন।
আরও পড়ুন-ইয়াসিরের হাতে ফিরল ওয়ার্নের শতাব্দী-সেরা বল, চান্ডিমালের দাপটে এগোল শ্রীলঙ্কা
এর সঙ্গেই শেষ হয়ে গেল এক সোনালি অধ্যায়ে। সূত্রের খবর, করোনাভাইরাস পরবর্তী বেশ কিছু জটিলতা নিয়ে ভুগছিলেন গজল শিল্পী। সম্ভবত কোলন ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন।ভূপিন্দর সিংয়ের স্ত্রী গায়িকা মিতালি সিং জানিয়েছেন, আট থেকে ১০ দিন আগে গজল শিল্পীকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল। তাঁর মূত্রে সংক্রমণ ধরা পড়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপরেই সোমবার জুহুর হাসপাতালে সন্ধে ৭.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূপিন্দর সিং।