ইয়াসিরের হাতে ফিরল ওয়ার্নের শতাব্দী-সেরা বল, চান্ডিমালের দাপটে এগোল শ্রীলঙ্কা

এই এক বলে দ্বিতীয় দিনের প্রচারের সব আলো একাই কেড়ে নিয়েছেন ইয়াসির। প্রথমে তিনি ওপেনার ওশাদা ফারনান্দোকে(৬৪) ফেরান।

Must read

গল, ১৮ জুলাই : অবিশ্বাস্য! ’৯৩-র শেন ওয়ার্নের স্মৃতি মনে করালেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। ওয়ার্নের সেই বিখ্যাত ‘গ্যাটিং ডেলিভারি’র মতোই একটি বলে শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল মেনডিসকে হতচকিত করে দেন তিনি। গল টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। ইয়াসিরের বল লেগ স্টাম্পের বাইরে পড়ে প্রায় এক হাত ঘুরে মেনডিসের অফ স্টাম্প উপড়ে দিয়েছে।

আরও পড়ুন-সদ্যোজাত-বিক্রির চেষ্টা, গ্রেফতার মা

এই এক বলে দ্বিতীয় দিনের প্রচারের সব আলো একাই কেড়ে নিয়েছেন ইয়াসির। প্রথমে তিনি ওপেনার ওশাদা ফারনান্দোকে(৬৪) ফেরান। তারপর ওয়ার্নের ‘বল অফ দ্য সেঞ্চুরি’র মতো ডেলিভারিতে মেনডিসকে(৭৬) প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। ইয়াসির নেন ৩টি উইকেট। পাকিস্তানের বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট মহম্মদ নওয়াজের, পাঁচটি।
সোমবার খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ৩২৯। ৮৬ রানে অপারাজিত রয়েছেন দীনেশ চান্ডিমাল। শেষ উইকেটে তাঁরা যত রান যোগ করতে পারবেন, ততই ম্যাচে জাঁকিয়ে বসবে সিংহলিরা।

Latest article