লন্ডন, ১৯ জুলাই : ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থের অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ রাহুল দ্রাবিড়। প্রবল চাপের মুখেও হার্দিক-পন্থ জুটি যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছেন, তা মন জয় করে নিয়েছে টিম ইন্ডিয়ার কোচের। অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। তার আগে পন্থ ও হার্দিকের এই ফর্ম কোচ হিসেবে তাঁর বাড়তি পাওনা তা গোপন না করেই জানাচ্ছেন দ্রাবিড়।
আরও পড়ুন-শফিকের সেঞ্চুরিতে জয়ের হাতছানি
বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্রাবিড়ের বক্তব্য, ‘‘কঠিন পরিস্থিতিতেও হার্দিক ও পন্থ যেভাবে ব্যাট করেছে, তার প্রশংসা করতেই হবে। টপ অর্ডার ব্যর্থ হলেও ওরা চাপে ছিল না। বরং পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করেছে। আশা করি, আগামী দিনেও ওরা এই ফর্ম ধরে রাখবে।’’
একই সঙ্গে হার্দিকের বোলিংয়ের আলাদা করে প্রশংসা করেছেন দ্রাবিড়। তিনি বলেন, ‘‘হার্দিক দুর্দান্ত বোলিং করেছে। ওর জন্যই ইংল্যান্ড বড় রানের ইনিংস গড়তে পারেনি। মাঝের ওভারে ও পরপর উইকেট নিয়ে সেই পথ বন্ধ করে দিয়েছিল। যেভাবে বুকের উচ্চতায় ক্রমাগত শর্টপিচ ডেলিভারি করে উইকেট তুলেছে, সেটা ওর পরিকল্পনার ফসল।’’
আরও পড়ুন-ক্রীড়ামন্ত্রীর প্রস্তাব ডুরান্ড কমিটিকে, ১৬ অগাস্ট ফুটবলপ্রেমী দিবসে ডার্বি
এদিকে, প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর মনে করছেন, টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার তুরুপের তাস হতে পারেন হার্দিক-পন্থ জুটি। সানির বক্তব্য, ‘‘হার্দিক ও পন্থ দেখিয়ে দিল চাপের মধ্যেও কীভাবে পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে হয়। ওদের মানসিকতার প্রশংসা না করে পারছি না। টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর ওরা দু’জন যেভাবে ব্যাটিং করেছে, তা অনবদ্য। টি-২০ বিশ্বকাপে ওরা ভারতের তুরুপের তাস।’’