ইউজিন, ১৯ জুলাই : লং জাম্পের ফাইনালে উঠেও হতাশ করেছিলেন মুরলী শ্রীশঙ্কর। সপ্তম স্থানে শেষ করে পদক জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তাঁর। এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রত্যাশাপূরণে ব্যর্থ হলেন আরেক ভারতীয় অ্যাথলিট অবিনাশ সাবলে।
পুরুষদের তিন হাজার মিটার স্টিপলচেজের ফাইনালে উঠে পদকে আশা উসকে দিয়েছিলেন অবিনাশ। কিন্তু মঙ্গলবার ফাইনালে ১১ নম্বরে শেষ করলেন অবিনাশ। ২৭ বছর বয়সি ভারতীয় স্প্রিন্টার দৌড় শেষ করেন ৮ মিনিট ৩১.৭৫ সেকেন্ডে। যা তাঁর সেরা সময়ের থেকে অনেকটাই বেশি। উল্লেখ্য, অবিনাশের সেরা সময় ৮ মিনিট ১২.৪৮ সেকেন্ড।
আরও পড়ুন-কোহলিকে সম্মান করি, পাল্টা স্টোকস
এদিকে, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ম্যারাথনে ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন ইথিওপিয়ার গোটিতম গেব্রেসলেসি। তিনি ২ ঘণ্টা ১৮ মিনিট ১১ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জেতার পাশাপাশি নতুন রেকর্ড গড়েছেন। ২০০৫ সালের বিশ্বচ্যাম্পিয়শিপের আসরে গ্রেট ব্রিটেনের পলা র্যাডক্লিফ ২ ঘণ্টা ২০ মিনিট ৫৭ সেকেন্ডে দৌড় শেষ করে যে রেকর্ড গড়েছিলেন, তা ভেঙে দিলেন গেব্রেসলেসি। তবে মেয়েদের ম্যারাথনের বিশ্বরেকর্ড এখনও ব্রিজিৎ কসগেইয়ের দখলে। ২০১৯ সালে শিকাগো ম্যারাথনে তিনি ২ ঘণ্টা ১৪ মিনিট ৪ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন।