বেঙ্গালুরু, ১৯ জুলাই : জোরকদমে মাঠে ফেরার প্রস্তুতি চালাচ্ছেন কে এল রাহুল। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে নিয়মিত ট্রেনিং করছেন সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহঅধিনায়ক। অনুশীলনে এবার রাহুলের সঙ্গী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী। মঙ্গলবার সকালে এনসিএ-র নেটে ঝুলনের বোলিংয়ের সামনে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে রাহুলকে। কুঁচকির চোটে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে যান রাহুল।
আরও পড়ুন-বিশ্বকাপ ট্রফি নিয়ে অভিনব প্রচার জাম্পার
ইংল্যান্ড সফরেও যেতে পারেননি। চিকিৎসকদের পরামর্শে জার্মানিতে ভারতীয় তারকার স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচারের ব্যবস্থা করে বিসিসিআই। গত মাসে সফল অস্ত্রোপচারের পর দিনকয়েকের বিশ্রাম নিয়ে রিহ্যাব শুরু করেন রাহুল। এর পর নিয়মিত নেট সেশনে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন। ঝুলনের মতো সিনিয়র বোলারকে নেটে খেলার সুযোগ পাওয়ায় খুশি রাহুল। চলতি সপ্তাহেই রাহুলের ফিটনেস টেস্ট হওয়ার কথা। সম্পূর্ণ ফিট প্রমাণিত হলে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ান ডে এবং টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে যোগ দেবেন।
জাতীয় নির্বাচকমণ্ডলীর এক সদস্য বলেছেন, ‘‘কেএল এবং কুলদীপ (যাদব) এই সপ্তাহে ফিটনেস টেস্ট দেবে। ওরা ভাল উন্নতি করেছে। আমরা আশা করছি, ওরা দ্রুত ফিরবে।’’