সাংবাদিক নিগ্রহের তথ্য নেই কেন্দ্রের কাছে!

এছাড়া সাংবাদিকদের গ্রেফতারের ব্যাপারে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) নির্দিষ্ট ডেটা বা তথ্য রাখে না।

Must read

নয়াদিল্লি : দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিক গ্রেফতার, হেনস্তা বা নিগ্রহের দায় রাজ্য সরকারগুলির উপরেই চাপিয়ে দিল কেন্দ্র। লোকসভার তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানালেন, সাংবাদিক নিগ্রহের তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই। মালা রায় জানতে চেয়েছিলেন, ২০১৯ সাল থেকে দেশে কতজন সাংবাদিক বা সংবাদকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জবাবে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ’ এবং ‘জনশৃঙ্খলা’ হল ভারতের সংবিধানের সপ্তম তফসিল-এর অধীন রাজ্যের বিষয়। অপরাধ প্রতিরোধ, শনাক্তকরণ এবং তদন্তের দায় রাজ্য সরকারের। তাদের দায় আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে অপরাধীদের বিচার করা। এছাড়া সাংবাদিকদের গ্রেফতারের ব্যাপারে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) নির্দিষ্ট ডেটা বা তথ্য রাখে না।

আরও পড়ুন-ঝুলনের বলে নেটে প্রস্তুতি রাহুলের

মঙ্গলবার লোকসভায় অন্য এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স একটি বিদেশি বেসরকারি সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ দ্বারা প্রকাশিত হয়। সরকার এদের মতামত এবং র্যা ঙ্কিং স্বীকার করে না এবং এই সংস্থার দ্বারা গৃহীত উপসংহারের সঙ্গে একমত নয়। কারণ ওই ইনডেক্স খুব কম আকারের নমুনা সহ করা হয়। এই প্রক্রিয়া সন্দেহজনক এবং অস্বচ্ছ।

Latest article