প্রতিবেদন : শ্রীলঙ্কা ‘খুব গুরুতর সংকটের’ সম্মুখীন। স্বাভাবিকভাবেই যা ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে এই কথা বলেন। এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের সৌগত রায় বলেন, বিদেশ নীতির প্রশ্নে কেন্দ্রের পাশে থাকবে আমাদের দল। তিনি শ্রীলঙ্কার সাম্প্রতিক অচলাবস্থা দূর করতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ করতে অনুরোধ জানান ।
আরও পড়ুন-প্রধানমন্ত্রীর গদির আরও কাছে ঋষি
এদিনের সর্বদলীয় বৈঠকে জয়শঙ্কর ছাড়াও সরকার পক্ষে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। রাজনৈতিক দলগুলির মধ্যে বৈঠকে ছিলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, কংগ্রেসের পি চিদম্বরম, এনসিপির শরদ পাওয়ার, এআইএডিএমকে’র এম থামবিদুরাই, ডিএমকে’র টি আর বালু প্রমুখ। এই বৈঠকে জয়শঙ্কর বলেন, অত্যন্ত গুরুতর সংকটের মধ্যে পড়েছে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবেশী দেশ ও সম্পর্কের নৈকট্যের কারণে আমরা স্বাভাবিকভাবেই খুবই উদ্বিগ্ন। তবে ভারতে এধরনের পরিস্থিতি তৈরি হওয়ার কোনও সম্ভাবনাই নেই বলে জয়শঙ্কর জানান।