সালটা ছিল ১৯৯৩। সেই সময়ে তৎকালীন যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন তিনি। সেই দাবি নিয়ে তৎকালীন বাম সরকারের মূল সচিবালয় মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয় কংগ্রেসের তরফে। ২১শে জুলাইয়ের দিনটিতে এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা যোগ দিয়েছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেই সময়ে গুলি চালানো হয় তাঁদের মিছিলে। তাতে মৃত্যু হয় ১৩ জনের। ওই ঘটনা ঘিরে সেই সময়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। এরপরে কংগ্রেস ছেড়ে তৃণমূল দল গঠন করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। নতুন দল শুরু করার পরেও ২১শে জুলাই দিনটি কোনমতেই ভোলেননি তিনি। প্রতি বছরই এই দিনটি শহিদ দিবস হিসাবে পালন করে আসছে তৃণমূল।
আরও পড়ুন-‘তথ্য প্রকাশ্যে এলে আসল অভিযুক্তদের শ্রীঘরে ঠাঁই হবে’ স্পষ্ট বার্তা অভিষেকের
আজ সকালে এই বিশেষ দিন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে সকল শহীদদের নাম দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।