‘তথ্য প্রকাশ্যে এলে আসল অভিযুক্তদের শ্রীঘরে ঠাঁই হবে’ স্পষ্ট বার্তা অভিষেকের

এদিন ধর্মতলার একুশের মঞ্চের পাশাপাশি, যেসব জায়গায় তৃণমূলের কর্মী-সমর্থকরা রয়েছেন সেই জায়গাগুলি ঘুর দেখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

Must read

বুধবার, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একুশে জুলাইয়ের প্রস্তুতি দেখতে গিয়ে ক্ষোভ প্রকাশ মন্তব্য করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) ইডি-র তলব বিষয়ে অভিষেকে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি স্পষ্ট করেই বলেন, সব বিরোধীদেরই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এরপরেই বিস্ফোরক মন্তব্য করেন অভিষেক। বলেন, তাঁর কাছে সব তথ্য আছে। কারা, কারা পাচারে যুক্ত, কী কথোপকথন হয়েছে- তার সব অডিও ক্লিপ (Audio Clip) তাঁর কাছে আছে। তবে, তাঁর কথায়, পলিটিক্সে টাইমিংটাই আসল। সেই সময়ের অপেক্ষায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, সেই তথ্য প্রকাশ্যে এলে আসল অভিযুক্তদের শ্রীঘরে ঠাঁই হবে।

আরও পড়ুন-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশে আগামী ৬ মাস পর নতুন তৃণমূল কংগ্রেসকে দেখবেন আপনারাঃ অভিষেক বন্দোপাধ্যায়

অভিষেক বলেন, নারদায় যাঁদের কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছিল, তাঁরা বিজেপিতে গিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাঁদের জেলের ভিতর থাকা উচিত। আর রাজনৈতিক প্রতিহিংসার কারণে, বিরোধীদের হেনস্থা করছে কেন্দ্রীয় সরকার।

এদিন ধর্মতলার একুশের মঞ্চের পাশাপাশি, যেসব জায়গায় তৃণমূলের কর্মী-সমর্থকরা রয়েছেন সেই জায়গাগুলি ঘুর দেখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Latest article