নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশে আগামী ৬ মাস পর নতুন তৃণমূল কংগ্রেসকে দেখবেন আপনারাঃ অভিষেক বন্দোপাধ্যায়

আগামী দিন মানুষের তৃণমূল কংগ্রেস গড়ে তোলাই আমার লক্ষ্য।

Must read

আগামী দিন নতুন তৃণমূল কংগ্রেস গড়ে তোলাই আমার লক্ষ্য। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের আদর্শ – ভাবধারা ও চিন্তাভাবনাকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া ও তৃণমূল কংগ্রেসকে আরও মজবুত আরও শক্তিশালী করাই আমার দায়িত্ব। আমি সেই কাজটাই করছি তার জন্য আমায় যা করতে হয় তাই করব। বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
আরও পড়ুন-‘২১ জুলাই দিনটির সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে’ স্মরণীয় দিনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

আগামী ৬ মাস পরই আপনারা নতুন তৃণমূল কংগ্রেসকে দেখবেন আপনারা। ২০২৩ এর পন্চায়েত নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন দলের সংগঠনকে আরও মজবুত করব একইসঙ্গে বাংলার সব প্রান্তের মানুষ যাতে সব সরকারি পরিষেবা পায় তা সুনিশ্চিত করতে হবে। বুধবার বিকেলে ২১ শের শেষ মূহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে বললেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। একইসঙ্গে তাঁর বক্তব্য, মানুষ পছন্দ করে না এমন কোনও কাজ যাতে তৃণমূল কংগ্রেসের নেতা- কর্মীরা না করেন সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করি। তা স্বত্বেও দু- একটা ঘটনা ঘটেছে। কিন্তু আগামী দিন একটাও ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করাই আমার লক্ষ্য। দলীয় শৃঙ্খলায় জোর দিয়ে স্পষ্ট ঘোষণা অভিষেকের।

আরও পড়ুন-আলভার বই ঘিরে বিতর্ক

বৃহস্পতিবার নেত্রী ২১ শের মঞ্চ থেকে যে বার্তা দেবেন গোটা বাংলার প্রতিটি জেলায়- ব্লকে সর্বত্র ছড়িয়ে দিতে বৃহস্পতিবার বিকেল থেকেই কাজ শুরু করবে তৃণমূল কংগ্রেস, স্পষ্ট ঘোষণা অভিষেকের।

Latest article