‘২১ জুলাই দিনটির সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে’ স্মরণীয় দিনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

আজ বুধবার, তার আগের দিন সবাইকে সমাবেশে যোগ দেওয়া আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Must read

২১ জুলাই ধর্মতলায় ঐতিহাসিক শহিদ স্মরণে সমাবেশ। আজ বুধবার, তার আগের দিন সবাইকে সমাবেশে যোগ দেওয়া আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, ২১ জুলাই শহিদ স্মরণ করার দিন। মা-মাটি-মানুষকে ধন্যবাদকে জানানোর দিন। তৃণমূলের কর্মী-সমর্থকদের পাশাপাশি, অন্যান্য রাজনৈতিক দলকেও এদিনের জন্য আহ্বান জানান মমতা। প্রসঙ্গত মঙ্গলবার থেকেই বিভিন্ন জেলা থেকে সমাবেশে যোগ দেওয়ার জন্য শহরে ভিড় জমিয়েছেন সমর্থকরা।

আরও পড়ুন-আলভার বই ঘিরে বিতর্ক

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামীকাল আমাদের ২১ জুলাই। ২১ জুলাই দিনটি আমাদের কাছে ঐতিহাসিক ও স্মরণীয় দিন। ২১ জুলাই দিনটির সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। আমাদের মা মাটি মানুষ, আমাদের শহিদ তর্পণ, সবটাই আমরা ২১ জুলাইকে ঘিরে করছি। যদিও এই সময়টা আবহাওয়াটা ভাল থাকে না, প্রচন্ড ঝড়, জল বৃষ্টিও হয়। তবুও আমাদের লাখ লাখ কর্মী, যারা সমাবেশে এসে নিজেদের চেষ্টায় উপস্থিত হন। আমি সবাইকে আবেদন করব, আমাদের ২১ জুলাই অনুষ্ঠানে,যারা পারবেন, তারা আসুন। সশরীরে সাক্ষী থাকুন। যারা পারবেন না, তারা টিভিতে দেখুন। বা বিভিন্ন জায়গায় লাইভ হবে, সেখানে দেখুন। ”

আরও পড়ুন-হরিয়ানায় জঙ্গলরাজ, অবৈধ পাথর পাচার আটকানোয় ডিএসপিকে পিষে দিল ডাম্পার

তবে, এই সমাবেশ উপলক্ষ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না করে সেদিকে নজর রাখতে বলেছেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে সব রাজনৈতিক দলকেই এই সবাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান মমতা। বলেন, যাঁরা সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, তাঁরা সংবাদ মাধ্যমে নজর রাখবেন।

Latest article