নয়াদিল্লি : মুম্বই থেকে গুজরাত বুলেট ট্রেন চালু করতে দেরি হওয়ায় মহারাষ্ট্র সরকারকেই দায়ী করল কেন্দ্রীয় সরকার। লোকসভার তৃণমূল সাংসদ দীপক অধিকারীর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, জমি অধিগ্রহণের বিলম্বের কারণেই মুম্বই – আমেদাবাদ বুলেট ট্রেন চালু করতে দেরি হচ্ছে।
আরও পড়ুন-রেশন : রাজ্যের দায়
জমি অধিগ্রহণের বিলম্বের কারণ হিসেবে তিনি মহারাষ্ট্র সরকারকেই দায়ী করেছেন। মন্ত্রী বলেন, মহারাষ্ট্রে জমি অধিগ্রহণে জটিলতা থাকায় বুলেট ট্রেন প্রকল্পের কাজে দেরি হচ্ছে। প্রসঙ্গত, ২০১৮ সালের জুনের মধ্যে প্রকল্পটি শুরু এবং ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল। রেলমন্ত্রী স্বীকার করেছেন, দেরির কারণে এই প্রকল্পের খরচ অনেক বেড়ে গিয়েছে ।