রেশন : রাজ্যের দায়

সৌগত রায়ের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার জানাল, রেশন দোকান মালিকদের উন্নয়ন, লাইসেন্স প্রদান সহ বিভিন্ন বিষয় রাজ্যের এক্তিয়ারভুক্ত

Must read

নয়াদিল্লি : লোকসভার তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার জানাল, রেশন (Ration) দোকান মালিকদের উন্নয়ন, লাইসেন্স প্রদান সহ বিভিন্ন বিষয় রাজ্যের এক্তিয়ারভুক্ত। রেশন দোকানের পাশাপাশি ডিলারদের উন্নয়নের দায়িত্বও রাজ্য সরকারের।

আরও পড়ুন-কয়লা খনি নিলাম

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং গণবণ্টন ব্যবস্থা মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, রেশন দোকানগুলিকে লাইসেন্স প্রদান, সেগুলির ওপর নিয়ন্ত্রণ বা নজরদারির দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের। কাজেই রেশন দোকানগুলির আরও উন্নতির জন্য প্রয়োজন মনে করলে খাদ্যসামগ্রী ছাড়াও অন্যান্য দ্রব্য বিক্রির অনুমতি দিতে পারে রাজ্য সরকারগুলি। রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি নিয়ে অবশ্য যথারীতি নীরব কেন্দ্রীয় মন্ত্রী।

Latest article