প্রতিবেদন : আনুষ্ঠানিকভাবে কলকাতায় শুরু হল নীল-সাদা অটোর অধ্যায়। আপাতত দুটো নীল-সাদা অটো কলকাতায় যাত্রা শুরু করল বুধবার। নতুন ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ই-অটো চালালেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম জানিয়েছেন, হরিয়ানায় তৈরি হয়েছে এই লিথিয়াম ব্যাটারি চালিত অটোগুলি। যে লিথিয়াম ব্যাটারি তৈরি হয়েছে সিঙ্গুরের হিমাদ্রি কেমিক্যাল কারখানায়।
আরও পড়ুন-সভার অনুমতি পেয়েও পালিয়ে গেলেন শুভেন্দু
এই অটোর পিছনে বসার আসন সাধারণ অটোর থেকে কিছুটা চওড়া। ফলে অটোয় সফরও আগের তুলনায় আরামদায়ক হবে বলেই অনুমান। তিনি আরও বলেন, পরীক্ষামূলকভাবে আপাতত শহরের উত্তর ও দক্ষিণ অংশে দু’টি অটো চলবে। তারপর নির্মাতা সংস্থার কাছে টেন্ডার পাঠাবে শহরের অটো বিক্রয়কারী ডিলাররা। পরে ধীরে ধীরে বাড়বে অটোর সংখ্যা।